০৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৫, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৫৬, ৩ নভেম্বর ২০২৫

কামাল হত্যা, তাজরিন অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে দায়ীদের বিচারের দাবি

কামাল হত্যা, তাজরিন অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসে দায়ীদের বিচারের দাবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০৩ সালের ৩ নভেম্বর ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে আন্দোলনরত শ্রমিক নেতা আমজাদ হোসেন কামালকে পুলিশ গুলি করে হত্যা করে। এই দিনের স্মরণে কামাল হত্যা দিবস পালন করেছে শ্রমিক সংগঠনগুলো।

সোমবার (৩ নভেম্বর) সকালে বিসিক শিল্পাঞ্চলে কামালের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, শ্রমিক সমাবেশ ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। শোক র‌্যালিটি শিল্প এলাকা প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন শ্রমিক নেতা নাজমুল হাসান নান্নু, হাসানুর রহমান নিরব, মামুন চৌধুরী, রাজিব চৌধুরী ও নূর ইসলাম প্রমুখ।

অ্যাডভোকেট ইসমাইল বলেন, “২০০৩ সালে নারায়ণগঞ্জে গার্মেন্টস মালিকদের চরিত্র আর ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের মে দিবসের সময়কার মালিকদের চরিত্র এক ও অভিন্ন। সেই কারণেই আজও শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে রক্ত দিতে হয়।”

তিনি আরও বলেন, “তাজরিন অগ্নিকা-ে ১২৪ জন, রানা প্লাজা ধসে ১,২২৮ জন এবং সেজান জুস কারখানায় ৬৬ জন শ্রমিক প্রাণ হারালেও দায়ী ব্যক্তিদের আজও বিচারের মুখোমুখি করা হয়নি। এতে প্রমাণিত হয়- শ্রমিক হত্যা হলে প্রচলিত আইনে বিচার সম্ভব নয়। তাই আইনি সংস্কার করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।”

সভায় শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার নিশ্চিত করা, রেশনিং ব্যবস্থা চালু, এবং শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়