সদরে চলছে ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন, ভিড় ও ভোগান্তি
নারায়ণগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে সরকারি ভাতাভোগীদের লাইভ ভেরিফিকেশন কার্যক্রম চলছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল থেকেই বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সুবিধাভোগীরা দূর-দূরান্ত থেকে এসে কার্যালয়ের সামনে দীর্ঘ সারি তৈরি করেন। কেউ হেঁটে, কেউ রিকশায়, আবার কেউ প্রতিবেশীর সহায়তায় উপস্থিত হন ভেরিফিকেশন সম্পন্ন করতে।