শিপন ও শাওনের মায়ের স্মরণে সাংবাদিক ইউনিয়নের শোকসভা ও দোয়া
নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের প্রয়াত সদস্য শিপন আহমেদ ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওনের মা মৌলুদা খান মজলিসের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে ইউনিয়ন কার্যালয়ে কোরআন খতম এবং বাদ মাগরিব দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতা সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জাতীয় নাগরিক পার্টির নির্বাহী কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ট্রেজারার আনিসুর রহমান জুয়েল, শওকত আলী সৈকতসহ অনেকে।





































