০৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৫, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৩৮, ৩ নভেম্বর ২০২৫

যদি নিজেকে পরিবর্তন করি, তাহলে সমাজও পরিবর্তন সম্ভব: ডিসি

যদি নিজেকে পরিবর্তন করি, তাহলে সমাজও পরিবর্তন সম্ভব: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “আপনাদের যেমন মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্মান করা হয়েছে, তেমনি আপনাদের কাজ হবে জনগণের প্রতি সেবা নিশ্চিত করা। আপনার সামনে যে সেবাগ্রহীতা দাঁড়াবে, তার কাগজপত্র ভালোভাবে দেখে বিনয় ও আন্তরিকতার সঙ্গে সমস্যার সমাধান করবেন। আমাদের কাজ জনগণ ও রাষ্ট্রের জন্য।”

সোমবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজস্ব বিভাগের অধীনে ৭ ক্যাটাগরিতে নিয়োগপ্রাপ্ত ১৪ জনের হাতে নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “সরকারি চাকরির বিজ্ঞপ্তি এলেই সমাজে একটা ধারণা কাজ করে- ‘যদি’ আর ‘কিন্তু’। আমরা সেই ধারা ভাঙতে চেয়েছি। প্রথম দিন থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, এই নিয়োগ হবে মাত্র ১১২ টাকায়। আজ সেই অঙ্গীকার পূরণ হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা প্রতিটি নিয়োগ প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে পেরেছি। জুলাই-পরবর্তী বাস্তবতা ও ‘জুলাইয়ের স্পিরিট’ অনুযায়ী আমরা চাই, এদেশের মেধাবী সন্তানরা যেন বৈষম্যহীনভাবে সরকারি চাকরি পায়। আমাদের শহীদরা যে ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলেন, আমরা সেই লক্ষ্যেই কাজ করছি।”

জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমি হয়তো পুরো সমাজ পরিবর্তন করতে পারব না, কিন্তু নিজেকে বদলাতে পারব। যদি নিজেকে পরিবর্তন করি, তাহলে সমাজও পরিবর্তন সম্ভব। সরকারি চাকরিতে স্বচ্ছতা বজায় রেখে এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রাখতে চাই।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, মাত্র ১১২ টাকা আবেদন ফি দিয়ে জেলা প্রশাসনের রাজস্ব বিভাগের ৭ ক্যাটাগরিতে ১৪টি পদের জন্য ১,২৩৩ জন আবেদনকারী অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষার পর যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়