মদনপুরে মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে মদনপুর ইউনিয়নের ১, ২, ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা এবং ইউনিয়নের আব্দুল হক সুপার মার্কেট, একতা সুপার মার্কেটে এ কর্মসূচি পালন করা হয়। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে এ গণসংযোগ করা হয়।
গণসংযোগে অংশগ্রহণকারীরা সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, মদনপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমীন, ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব আলী, ২৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. অহিদুল ইসলাম ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন বিএনপির নেতা আবু মেম্বার, বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, সাদিকুল ইসলাম আমান, শাহজাহান মোল্লাসহ বিভিন্ন এলাকার নেতাকর্মীরা।





































