সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ
‘প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাঁরা এই সমাজেরই অংশ এবং আমাদেরই সন্তান’- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।
এরই ধারাবাহিকতায় সোমবার (৩ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মধুঘরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অনুদান হিসেবে প্রাপ্ত জিআর চাল প্রতিবন্ধী সদস্যদের মাঝে বিতরণ করা হয়। প্রতিজনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’র সভাপতি সেলিম রেজা মাস্টার। মানবিক এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ করেন সরকারিভাবে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কারপ্রাপ্ত মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃ লিটন। তিনি বলেন, “বর্তমানে প্রতিবন্ধীরা সরকারি ও বেসরকারি উভয়ভাবেই নানা সুযোগ-সুবিধা পাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে তারা এখন সমাজে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারছে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মন্তাজ উদ্দিন মন্তু, যুব সংগঠক ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সমাজকর্মী শাকিলা ইসলাম, এবং সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক ও মানবিক কর্মীরা।





































