২৪ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:০৭, ২৪ অক্টোবর ২০২৫

রোমান-সাইফুল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

রোমান-সাইফুল স্মৃতি সংসদের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

নারায়ণগঞ্জ শহরের খাঁনপুরে রোমান-সাইফুল স্মৃতি সমাজকল্যাণ সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই কার্যক্রম। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাঁনপুর সরদারপাড়া এলাকায় অনুষ্ঠিত এই চিকিৎসা ক্যাম্পে অসহায় ও নিম্নআয়ের মানুষদের চক্ষু চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়।

এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলো লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার, লিও ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটার। 

সকাল থেকেই এলাকার নারী-পুরুষ ও প্রবীণরা চিকিৎসা নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে থাকেন। অনেকেই চোখে কম দেখা, ব্যথা, পানিপড়া ও ছানির মতো দীর্ঘদিনের সমস্যায় ভুগছিলেন। তাদের জন্য এই ক্যাম্পটি হয়ে ওঠে স্বস্তির জায়গা।

চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল রোগীদের চোখ পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। যাদের চোখে ছানি ধরা পড়ে, তাদের তালিকাভুক্ত করা হয় বিনামূল্যে অপারেশনের জন্য। পরবর্তীতে এসব রোগীর অপারেশন সম্পন্ন হবে ডিআইটি সহিতুননেছা লায়ন চক্ষু হাসপাতালে, যার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে আয়োজক পক্ষ।

চিকিৎসা নিতে আসা খাঁনপুর এলাকার রহিমা বেগম বলেন, চোখে অনেকদিন ধরে দেখতে সমস্যা হচ্ছিলো । আজ এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছি। আশা করি ধীরে ধীরে ঠিক হবে। 

একইভাবে স্থানীয় বৃদ্ধ আলম মিয়া জানান, আমি অনেক বছর ধরে ছানি রোগে ভুগছি। অপারেশনের টাকা জোগাড় করতে পারছিলাম না। ডাক্তাররা বললেন আমার অপারেশন বিনামূল্যে হবে এটা আমার কাছে শান্তি লাগছে।

রোমান-সাইফুল স্মৃতি সমাজকল্যাণ সংসদের সভাপতি সিরাজুস সালেকীন সৈকত বলেন, আমাদের প্রয়াত দুই বন্ধুর স্মরণে ২০১১ সালে সংগঠনটি প্রতিষ্ঠা করি। শুরু থেকেই আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছি। এই চক্ষু ক্যাম্প সেই ধারাবাহিকতার অংশ। ভবিষ্যতেও আমরা এমন মানবিক উদ্যোগ চালিয়ে যাব।

লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ গ্রেটারের সাবেক প্রেসিডেন্ট ডা. হামিদুল হক বলেন, মানবতার কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। আজ আমরা চিকিৎসা সহযোগী হিসেবে রোগীদের পর্যবেক্ষণ করছি এবং যাদের প্রয়োজন, তাদের অপারেশনের জন্য সহায়তা করা হবে।

এই সেবা কার্যক্রমে শতাধিকের ও বেশী মানুষ চিকিৎসা গ্রহণ করেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোমান-সাইফুল স্মৃতি সমাজকল্যাণ সংসদের সহসভাপতি মাছুম আহমেদ, সাধারণ সম্পাদক মাছুম আলম বিপ্লব, কোষাধ্যক্ষ মেহেদি হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জুম্মান, সদস্য সাইফুল ইসলাম, মনির হোসেন, মোহাম্মদ মোস্তফা, নাজমুল হুদা, রাজীব হোসেন, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ কাইয়ুমসহ স্থানীয় সমাজসেবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়