০৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১৯, ৩ নভেম্বর ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফর্মার্স কার্ড দেওয়া হবে: সাখাওয়াত

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফর্মার্স কার্ড দেওয়া হবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের জন্য ফর্মার্স কার্ড দেওয়া হবে। এই কার্ডে কৃষকের নাম, জমির পরিমাণ, দাগ নম্বরসহ অন্যান্য তথ্য থাকবে, যা কৃষি ব্যাংক ঋণ প্রদানের ক্ষেত্রে সরাসরি ব্যবহৃত হবে এবং কোনো মধ্যস্থতার প্রয়োজন হবে না।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে বন্দর উপজেলার তিনগাঁওয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজিত কৃষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান কর্তৃক ঘোষিত “কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা” কর্মসূচি উপলক্ষে গ্রামের প্রান্তিক কৃষকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সাখাওয়াত হোসেন আরও বলেন, আমরা এমন একজন নেতার দল করি যার সাথে এই কৃষকদের নিবিড় সম্পর্ক ছিল। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি প্রমাণ পেলাম যে, কৃষকরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কতটুকু ভালোবাসে। কৃষকরা কিন্তু আজও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভুলতে পারে নাই। সেটা কিন্তু আজকে আপনাদের বক্তব্যের মাধ্যমে এখানে ফুটে উঠেছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাভোকেটড আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, ফারুক হোসেন, শাহিন আহমেদ, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, সম্রাট হাসান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন, বন্দর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শান্তসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়