০২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৭, ১ নভেম্বর ২০২৫

বাপার জেলা কমিটির প্রথম সভা

বাপার জেলা কমিটির প্রথম সভা

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে সংগঠনের সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সহ-সভাপতি জাহিদুল হক দিপুর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ তারিক বাবু, সহ-সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক সুলতানা আক্তারসহ কমিটির সকল সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তুলতে বাপা কাজ করে যাবে। সভায় জেলা প্রশাসক, নাসিক প্রশাসক ও সিভিল সার্জনের সঙ্গে প্রাথমিক পর্যায়ে যৌথ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়।

এছাড়া স্কুল-কলেজ, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ে বাপার কমিটি সম্প্রসারণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্তকরণসহ বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সর্বশেষ

জনপ্রিয়