৩০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৯, ৩০ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৫০, ৩০ অক্টোবর ২০২৫

হোসিয়ারি সমিতির অফিস ‘টিপুর দখলমুক্ত’ করতে এসপি কার্যালয়ে নেতারা

হোসিয়ারি সমিতির অফিস ‘টিপুর দখলমুক্ত’ করতে এসপি কার্যালয়ে নেতারা

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের অফিস কক্ষ উদ্ধারের দাবিতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহানের সাথে সাক্ষাৎ করেছে নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে যান তারা। এ সময় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে বেআইনী দখলদারকে উচ্ছেদ করার অনুরোধ জানান।

বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপত্বি বদিউরুজ্জামান বদুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি (জেনারেল গ্রুপ) আব্দুস সবুর খান সেন্টু, সহসভাপতি (এসোসিয়েট গ্রুপ) সাঈদ আহমদ স্বপন, পরিচালক পারভেজ মল্লিক, মিজানুর রহমান, বিল্লাল হোসেন।

হোসিয়ারী এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, শহরের মিশনপাড়া এলাকায় বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের মালিকানাধীন একটি হোসিয়ারী কমিউনিটি সেন্টার রয়েছে। ভবনটি গত ৪ বছর যাবৎ স্থানীয় একজন ব্যবসায়ীকে পরিচালনার জন্য ভাড়া দেয়া হয়েছিল। সম্প্রতি মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে স্থানীয় কিছু ব্যক্তিবর্গ রাজনৈতিক পদ পদবী ব্যবহার করে কমিউনিটি সেন্টার ভবনে অবস্থিত বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের অফিস কক্ষটি জোর করে দখল করে ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করছে।

গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি, টিপু সে কক্ষে সাধারণ জনগণকে ভয়ভীতি প্রদর্শন, মারধরসহ নানাবিধ বেআইনী ও অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছে। এতে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন ও বিএনপির সুনাম ক্ষুণ্ন হওয়াসহ সার্বিক ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। তাদের কারণে এসোসিয়েশনের স্বাভাবিক অফিস কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ছে। মানুষ সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য হোসিয়ারী কমিউনিটি সেন্টারটি ভাড়া নিতে আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে কমিউনিটি সেন্টারের ভাড়াটিয়া এবং এসোসিয়েশন উভয়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ বিষয়ে এসোসিয়েশন সমাধান চেয়ে আগেও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে প্রতিকার না পেলে জেলার সকল হোসিয়ারী প্রতিষ্ঠান বন্ধ রেখে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে বলে জানান তারা।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান এ বিষয়ে আশ^স্ত করে বলেন, জেলা পুলিশ সুপারের সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়