০৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪০, ৩ নভেম্বর ২০২৫

দুদকের তদন্ত: শামীম ওসমানের আয়কর নথি জব্দ

দুদকের তদন্ত: শামীম ওসমানের আয়কর নথি জব্দ

‎‎‎নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পর সোমবার (৩ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।

শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে সরকার পতন হলে দলটির অন্যান্য নেতা-কর্মীদের মতো তিনিও পালিয়ে যান। যদিও তিনি বর্তমানে জুলাই আন্দোলনে সশস্ত্র হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধসহ অর্ধশতাধিক মামলার আসামি।

সংসদ সদস্য থাকাকালে শামীম ওসমান ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৬৭ লাখ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনপূর্বক দখলে রেখেছেন বলে দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদক আরও জানায়, পলাতক এ সংসদ সদস্য নিজ নামে ও স্বার্থ সংশ্লিষ্ট ৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪৩৯ কোটি ৮২ লাখ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় মামলা দায়ের করা হয়েছে।

দুদকের এ মামলাটি তদন্তাধীন রয়েছে জানিয়ে দুদক কর্মকর্তা তানজিল জানান, শামীম ওসমানের আয়কর নথিপত্র নারায়ণগঞ্জ কর অঞ্চলের কার্যালয়ে সংরক্ষিত আছে। তদন্তের স্বার্থে শামীম ওসমানের ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আয়কর নথি জব্দের প্রয়োজন।

এর আগে গত ২২ জুন দুদকের আবেদনের প্রেক্ষিতে শামীম ওসমানের নামে থাকা উত্তরা ও পূর্বাচলের দুইটি প্লট জব্দের আদেশ দিয়েছিল আদালত। পাশাপাশি তার স্ত্রী সালমা ওসমান, ছেলে ইমতিনান ওসমান, মেয়ে লাবিবা জোহা অঙ্গনা, পুত্রবধূ ইরফানা আহমেদ রাশমীর নামে থাকা ২৯টি ব্যাংক হিসাব জব্দেরও আদেশ দেয়। এসব হিসাবে ১২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৫২০ টাকা রয়েছে।

শামীম ওসমানের নামে থাকা দুইটি প্লটের মধ্যে ৩৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের পূর্বাচলের একটি প্লট এবং উত্তরা থানার ৯ কাঠা ১৩ ছঠাক ২২ বর্গফুটের দেড় কোটি টাকার বাড়ির জমি রয়েছে।

তবে, নামে-বেনামে তার আরও সম্পদ রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়