সুজন’র আলোচনা সভা
 
						
									সুজন-সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪-২০২৬ সালের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় আলী আহমদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন ধীমান সাহা জুয়েল এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আশু আশরাফুল।
সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম, জেলা কমিটির সদস্য সংগ্রহ, উপজেলা কমিটি গঠন, আঞ্চলিক সমস্যা সমাধান, যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন, শব্দ ও বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী ১২ নভেম্বর যথাযথ ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করা হবে। অনুষ্ঠান সকাল ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা ও র্যালির মাধ্যমে শুরু হবে। এরপর কেক কেটে এবং আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হবে।
সভা শেষে সভাপতি ধীমান সাহা জুয়েল সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
 
							




































