‘ফেসবুকের চেয়ে বাবা মাকে সময় দেওয়া বেশি জরুরি’
অতিরিক্ত জেলা প্রশাসক মাশফাকুর রহমান বলেছেন, ‘ফেইসবুকে সময় দেওয়ার চেয়ে তোমার মাকে সময় দেও বেশি, তোমার ভাইকে সময় দেও বেশি, তোমার বন্ধুকে সময় দেওয়ার চেয়ে তোমার বাবাকে সময় দেওয়া বেশি জরুরি। তোমরা জখন বাসায় যাও তোমার বাবা-মার দিকে তাকাবে দেখবে কতো ভালো লাগে। বাবা-মাকে জড়িয়ে ধরবা দেখবে ভালো লাগবে।’
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ২০:৫৫