দুই দিন ধরে গ্যাস নেই: ভোগান্তিতে কয়েকশʼ পরিবার-কারখানা
ফেটে যাওয়া পাইপলাইন মেরামত না হওয়ায় দুই দিনের বেশি সময় ধরে গ্যাসহীন রয়েছে নারায়ণগঞ্জের বিসিক, ফতুল্লা, কাশীপুর, এনায়েতনগর, দেওভোগ, মাসদাইর, ইসদাইরসহ নগরীর বড় অংশ। আবাসিক পরিবার থেকে শিল্পকারখানা—সবখানে নেমে এসেছে চরম ভোগান্তি।