ইয়াবা ও গাঁজাসহ চার মাদককারবারি আটক
আটকরা হলেন, সদর থানার দক্ষিণ রেলী বাগান এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. শাকিল (২৯), মফিজ উদ্দিনের ছেলে মো. সুমন (২৯), নতুন জিমখানা এলাকার গরিব হোসেনের ছেলে মো. শামীম ওরফে ক্যাইলা (২৮), এবং বাবুরাইল বটতলা হাজী বাড়ির ভাড়াটিয়া মৃত হাচানের স্ত্রী পাখি বেগম (৪৪)।
রোববার, ১৯ অক্টোবর ২০২৫, ১৫:২২