০৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৮, ৩ নভেম্বর ২০২৫

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারের পাশে জামায়াত

মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের পরিবারের পাশে জামায়াত

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে শোক ও সমবেদনা জানাতে এবং তাঁদের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা প্রদান করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিহত আবুল কালাম আজাদের নারায়ণগঞ্জের বাসায় জামায়াতের একটি প্রতিনিধি দল উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এবং আর্থিক সহায়তা প্রদান করে।

নিহত আবুল কালাম আজাদ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুর পর পরিবারটি মারাত্মক আর্থিক সংকটে পড়েছে। এই প্রেক্ষিতে মানবিক সহায়তার অংশ হিসেবে জামায়াতের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও ৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ সভাপতি হাফেজ আব্দুল মোমিন উত্তর থানা আমীর আবুল কালাম আজাদসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

জামায়াত নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, “এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা নিহত ভাই আবুল কালাম আজাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। এই আর্থিক সহায়তা হয়তো তাঁদের ক্ষতি পূরণ করতে পারবে না, কিন্তু এটি তাঁদের প্রতি আমাদের মানবিক সংহতি।”

তাঁরা আরও বলেন, “মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রকল্পে এমন দায়িত্বহীনতা অগ্রহণযোগ্য। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং নিহতের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরির ব্যবস্থা করা হোক।”

সর্বশেষ

জনপ্রিয়