০৪ নভেম্বর ২০২৫

প্রকাশিত: ১৯:৪৮, ৩ নভেম্বর ২০২৫

বিরল রোগে আক্রান্ত মাহির শাহরিয়ার বাঁচাতে চায়

বিরল রোগে আক্রান্ত মাহির শাহরিয়ার বাঁচাতে চায়

ডুচেন মাসকুলার ডিস্ট্রফি (DMD) নামের এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত হয়ে জীবন সংকটে ভুগছে শিশু মাহির শাহরিয়ার। এই রোগে আক্রান্তদের পেশী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলে। বর্তমানে এ রোগের কোনো স্থায়ী নিরাময় নেই। তবে সঠিক চিকিৎসা ও যত্নের মাধ্যমে রোগীর জীবনকাল ও জীবনযাত্রার মান কিছুটা উন্নত করা সম্ভব। কিন্তু এই চিকিৎসার বিপুল খরচ বহন করা মাহিরের দিনমজুর বাবা মো. এনামুল হকের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

ডুচেন মাসকুলার ডিস্ট্রফি মূলত ছেলেদের মধ্যে দেখা যায়। এটি ডিস্ট্রোফিন নামক একটি প্রোটিনের অভাবে হয়, যা পেশীকে শক্তি দেয়। ফলে ধীরে ধীরে শরীরের পেশী ক্ষয় হতে থাকে, হাঁটাচলা বন্ধ হয়ে যায় এবং পরবর্তীতে শ্বাসপ্রশ্বাস ও হৃদযন্ত্রে জটিলতা দেখা দেয়।

মাহিরের বাবা-মা এনামুল হক ও মোছা. মিতা খাতুন বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন। তাঁদের স্থায়ী ঠিকানা পাবনা জেলার আটঘরিয়া উপজেলায়।

তাঁরা সমাজের সকল স্তরের মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। মাহিরের চিকিৎসার জন্য নিয়মিত ওষুধ, শারীরিক থেরাপি এবং বিশেষ যতেœর জন্য প্রচুর অর্থের প্রয়োজন।

“আমরা সব চেষ্টা করছি, কিন্তু আর পারছি না। ছেলেটাকে শুধু বাঁচিয়ে রাখতে চাই,”- চোখভরা অশ্রুতে বললেন মাহিরের মা।

এই বিরল রোগে আক্রান্ত শিশু মাহির শাহরিয়ারকে বাঁচাতে চিকিৎসায় সহযোগিতা চায় পরিবার। মাহিরের পরিবারকে সাহায্য করতে বা তার অবস্থা সম্পর্কে আরও জানতে ০১৭৩২০৬১৪৮৩ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

সর্বশেষ

জনপ্রিয়