০১ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৪, ৩১ অক্টোবর ২০২৫

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সঙ্গীত, নৃত্য ও আলোচনা

উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সঙ্গীত, নৃত্য ও আলোচনা

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উদীচী নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী নারায়ণগঞ্জের সভাপতি জাহিদুল হক দীপু। আলোচনায় অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মঞ্জুশ্রী দাস গুপ্তা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি।

বক্তারা বলেন, উদীচী প্রতিষ্ঠার পর থেকে শিল্প-সংস্কৃতির মাধ্যমে অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংস্কৃতিচর্চাই পারে সমাজ থেকে অন্ধকার, কুসংস্কার ও সাম্প্রদায়িকতার দেয়াল ভেঙে দিতে।

আলোচনা শেষে উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। সবশেষে নূর হোসেনের পরিকল্পনা ও পরিচালনায় গীতি-নৃত্য ‘আরোগ্য’ মঞ্চস্থ হয়।

সর্বশেষ

জনপ্রিয়