১৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫৫, ২৯ জানুয়ারি ২০২৫

৫ মাসেও করা হয়নি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি

৫ মাসেও করা হয়নি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি

নারায়ণগঞ্জে গত ৫ মাসেও গঠিত হয়নি জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি। ক্রীড়া সংস্থার কমিটি না থাকায় স্থবির হয়ে আছে জেলার ক্রীড়াঙ্গন। বাধাগ্রস্ত হচ্ছে ক্রীড়া সংস্থার স্বাভাবিক কার্যক্রম। এতে ক্ষুব্ধ খেলোয়াড়, ক্রীড়াবিদ ও সংগঠকরা।

তথ্যমতে, প্রতি ৪ বছর অন্তর জেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়। জেলা ক্রীড়া সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের গাইডলাইন অনুযায়ী পরিচালিত হয়। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক তানভীর আহাম্মেদ টিটু জেলা ক্রীড়া সংস্থার নেতৃত্বে থাকায় জেলার ক্রীড়াঙ্গনে তাদের একচ্ছত্র আধিপত্য ছিল। জাতীয় ক্রীড়া পরিষদের গাইডলাইনের তোয়াক্কা না করে নিজেদের অনুসারী ব্যতীত অন্যদের তেমন কোনো সুযোগ দেওয়া হতো না। অন্যদিকে, টিটু ও ওসমান বলয়ের কারণে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের উল্লেখযোগ্য কোনো উন্নতি ঘটেনি। উল্টো ফতুল্লা স্টেডিয়ামসহ বিভিন্ন কাজ বন্ধ ছিল। সামসুজ্জোহা স্টেডিয়ামটিও নামে মাত্র। নেই গ্যালারি, তেমন কোনো সুযোগ-সুবিধা।

ক্রীড়া সংস্থার সূত্রমতে, সর্বশেষ ২০২৩ সালের জুনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন তানভীর আহাম্মেদ টিটুর নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্রীড়া সংস্থার অধিকাংশ সদস্য পালিয়ে যায়। অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের পর আগস্ট মাসে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ওই মাসের ২৭ তারিখ আরেক আদেশে ৭ সদস্য বিশিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশ অনুযায়ী, জেলা পর্যায়ে জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের মধ্যে দুইজন ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (খেলোয়াড় অথবা কোচ অথবা রেফারি), একজন স্থানীয় প্রেক্ষাপটে সর্বজনগ্রহণযোগ্য ক্রীড়া অনুরাগী অথবা ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি, একজন ক্রীড়া সম্পৃক্ত অথবা সংগঠক ছাত্র প্রতিনিধি এবং একজন ক্রীড়া সাংবাদিক নিয়ে জেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠন করতে হবে। এই কমিটি ৯০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করবে বলে জানান হলেও এখনও পর্যন্ত অ্যাডহক কমিটি গঠন করা হয়নি। 

এ বিষয়ে জানতে চাইলে জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী বলেন, ‘এখনো জেলা অ্যাডহক কমিটি গঠন করা হয়নি। এ বিষয়ে ক্রীড়া সংস্থা থেকে সাবেক জেলা প্রশাসককে দুইবার চিঠি দেওয়া হলেও তিনি কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এখন নতুন জেলা প্রশাসক এসেছেন। উনি উদ্যোগ নিলেই কমিটি গঠন করা হবে।’

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আগেও ক্রীড়া সংস্থার কমিটি ছিল, কিন্তু তারা তেমন কিছুই করেনি। নারায়ণগঞ্জে একটি ভালো স্টেডিয়াম নেই, সুযোগ-সুবিধা নেই। আমরা আগে কাজ করতে চাই। এ অবস্থার পরিবর্তন করতে চাই। এছাড়া আমি নারায়ণগঞ্জে নতুন এসেছি। অ্যাডহক কমিটির জন্য কে উপযুক্ত সেটা আগে দেখতে চাই। যারা কাজ করবে, তাদের নিয়েই কমিটি গঠন করা হবে।’

সর্বশেষ

জনপ্রিয়