৩০ জানুয়ারি মাঠে গড়াবে আরপিএসইউ ব্রাদার্স লীগ
আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হতে যাচ্ছে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট “আরপিএসইউ ব্রাদার্স লীগ” (Brothers League) সিজন-৬।
শুক্রবার (৩০ জানুয়ারি) নারায়ণগঞ্জ নগরীর খানপুর টার্ফ এক্স মাঠে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
এবারের আসরে ক্রিকেট ব্যাট হাতে মাঠে নামবে চারটি দল- স্টর্ম ব্রেকারস, সুপার কিংস, টিম ইমমর্টাল ও ডেথ পাঞ্চ।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য হলো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়াচেতনার বন্ধন আরও সুদৃঢ় করা। এ লক্ষ্যেই প্রতিবছর নিয়মিতভাবে এই আয়োজন করা হয়ে থাকে।
তারা আরও জানান, মাঠে জয়-পরাজয়ের বাইরেও ক্রিকেট মানে শৃঙ্খলা, সম্মান ও ফেয়ার প্লে। একই সঙ্গে মাঠের ভেতর ও বাইরে একে অপরের প্রতি সদয় আচরণ এবং ঐক্যবদ্ধ থাকার মানসিকতা তৈরিতেও এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য, টুর্নামেন্টের পূর্ববর্তী আসরগুলোতে সুপার কিংস দুইবার, ডেথ পাঞ্চ একবার, বিজনেস ডমিনেটরস একবার এবং স্টর্ম ব্রেকারস একবার শিরোপা জয় করেছে।





































