২০ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪১, ১৯ জানুয়ারি ২০২৬

প্রেসিডেন্ট কাপ ফেন্সিং এ আড়াইহাজারের মেয়েদের ব্রোঞ্জ অর্জন

প্রেসিডেন্ট কাপ ফেন্সিং এ আড়াইহাজারের মেয়েদের ব্রোঞ্জ অর্জন

বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন আয়োজিত ৯ম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং প্রতিযোগিতায় প্রথমবার অংশগ্রহণ করেই মেয়েদের ফয়েল দলীয় ইভেন্টে ব্রোঞ্জ পদক অর্জন করেছে আড়াইহাজার ফেন্সিং ক্লাব। 

গত ১৬ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চারদিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বিভিন্ন স্কুল-কলেজসহ দেশের প্রায় ১৮টি ক্লাবের প্রায় ২৫০ জন ফেন্সার অংশগ্রহণ করেন।

শক্ত প্রতিযোগিতার মধ্যেই মেয়েদের ফয়েল দলীয় ইভেন্টে আড়াইহাজার ফেন্সিং ক্লাবের চারজন স্কুলছাত্রী ব্রোঞ্জ পদক অর্জন করেন। তারা হলেন—আড়াইহাজার আলহাজ্ব শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নিশাত আক্তার, অষ্টম শ্রেণির ছাত্রী মহিমুন নাহার মাহিমা ও আরিফা আক্তার সামিয়া এবং আড়াইহাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল বুশরা। জান্নাতুল বুশরা বর্তমানে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সর্বকনিষ্ঠ ফেন্সার হিসেবেও পরিচিত।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় আড়াইহাজার ফেন্সিং ক্লাব থেকে মোট ১৪ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৯ জন ছেলে ও ৫ জন মেয়ে বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ

জনপ্রিয়