০২ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৯, ২ জানুয়ারি ২০২৬

নাহার চেস একাডেমির নিউ ইয়ার র‌্যাপিড দাবা প্রতিযোগিতা

নাহার চেস একাডেমির নিউ ইয়ার র‌্যাপিড দাবা প্রতিযোগিতা

নাহার চেস একাডেমির আয়োজনে অনুষ্ঠিত নিউ ইয়ার র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন সৈয়দ মনিরুল হক এবং জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছেন নুসরাত হাসান নাবা।

শুক্রবার (২ জানুয়ারি) অনুষ্ঠিত প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে নারায়ণগঞ্জের সাবেক জেলা চ্যাম্পিয়ন সৈয়দ মনিরুল হক নয় খেলায় সাড়ে সাত পয়েন্ট অর্জন করে শিরোপা জিতে নেন। সাত পয়েন্ট পেয়ে রানারআপ হন মো. শাহজাহান।

অন্যদিকে জুনিয়র গ্রুপে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নুসরাত হাসান নাবা সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রাহিব রহমান তিন পয়েন্ট পেয়ে রানারআপ হন।

প্রতিযোগিতার সিনিয়র গ্রুপে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে আন্তর্জাতিক রেটেড দাবাড়ু মো. আব্দুর রশিদ, মো. শহীদুল ইসলাম স্বপন ও মো. দবির হোসেন।

এ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার শীর্ষ পাঁচজন দাবাড়ু এবং নাহার চেস একাডেমির শীর্ষ পাঁচজন ক্ষুদে দাবাড়ুসহ মোট দশজন প্রতিযোগী নয় রাউন্ডের রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে দিনব্যাপী অংশগ্রহণ করেন।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট ব্যবসায়ী ও জুলাই যোদ্ধা মো. আব্দুর রহমান এবং মো. আমজাদ হোসেন শামীম।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)। শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমির দাবাকক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়