মাদকবিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা
খেলাধুলার চর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ‘মাদকবিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৬’ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নগরীর নিতাইগঞ্জের জিমখানা মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল থেকে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ভলিবল ও কাবাডি প্রতিযোগিতায় অংশ নেয়। বিকেলে প্রতিযোগিতার ভলিবল ও কাবাডি বিভাগের বিজয়ী ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম। তিনি বলেন, মাদকের কারণে যুব সমাজ ও তরুণরা ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। এ জন্যই এমন সচেতনতামূলক আয়োজন করা হয়েছে। খেলাধুলার চর্চার মাধ্যমে সমাজকে মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। সমাজের সবাই মাদকের বিষয়ে সচেতন হলে মাদকের বিস্তার অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম। তিনি বলেন, তরুণ ও যুব সমাজকে যদি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা যায়, তাহলে তাদের মাদক থেকে দূরে রাখা সম্ভব। মাদকের ভয়াবহ গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার বলেন, শিক্ষার্থী ও তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। রাজনৈতিক ও অর্থনৈতিক নানা কারণে মাদক নিয়ন্ত্রণ কার্যকরভাবে করা যাচ্ছে না। সময়মতো এই মাদকের লাগাম টানা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও ভয়াবহ ক্ষতির মুখে পড়বে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিনসহ সংশ্লিষ্টরা।
এ প্রতিযোগিতায় জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে।
ফলাফলে, বালিকা বিভাগে ভলিবল প্রতিযোগিতার ফাইনালে চৌধুরী গাঁও উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং সরকারি হাজী ইব্রাহিম আলম চান মডেল স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়। বালক বিভাগে কাবাডি প্রতিযোগিতায় হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।





































