রণবন আর্ট স্পেসে চারদিনের শিল্পকর্ম প্রদর্শনী

নারায়ণগঞ্জে শ্যামাপূজা উপলক্ষে দেবীর প্রতি অর্ঘ্য নিবেদনে ‘অনুরক্তি পর্ব-৪’ শিরোনামে শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ।
শহরের নিতাইগঞ্জ এলাকার ২৮, আর.কে দাস রোডে অবস্থিত ‘রণবন আর্ট স্পেসে’ ৪ দিনব্যাপী এই প্রদর্শনী সোমবার (২১ অক্টোবর) থেকে শুরু হয়ে চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত।
প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ১১ জন বিশিষ্ট শিল্পী এবং ‘ফুলপাখি সাংস্কৃতিক পাঠশালা’।
রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদের পক্ষ থেকে জানানো হয়, আবহমান বাংলার শক্তিপ্রবাহের প্রতীক হিসেবে শ্যামা মায়ের আগমন নতুন প্রেরণা এনে দেয়। স্বর্গীয় রণবীর রায় চৌধুরীর জীবনেও এই শ্যামা আরাধনা ছিল এক অনুপ্রেরণার উৎস। প্রায় ৫২ বছর আগে পারিবারিকভাবে শ্যামা মায়ের পূজা শুরু করেছিলেন তিনি, যা মৃত্যুর আগ পর্যন্ত নিষ্ঠা ও ভক্তিভরে পালন করে গেছেন।
২০০৫ সালে রণবীর রায় চৌধুরীর মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারীরা বাবার সেই স্বপ্ন ও আকাক্সক্ষা ধরে রেখেছেন। তাঁর সন্তানদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদ’ এবং সৃজনশীল আড্ডার কেন্দ্র ‘রণবন’, যা এখন নারায়ণগঞ্জের একটি শিল্প ও সংস্কৃতির প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। ২০০৫ সাল থেকেই এখানে বাৎসরিক শ্যামাপূজা ও শিল্প-সাংস্কৃতিক আয়োজন নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
রণবন আর্ট স্পেস ও রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদের ফাউন্ডার হিসেবে রয়েছেন জয় কে রায় চৌধুরী বাপ্পি, আর গ্যালারি রণ-এর ফাউন্ডার দিতিপ্রিয়া রায় চৌধুরী হীরা। পারিবারিকভাবে শুরু হলেও এই পূজানুষ্ঠান এখন নারায়ণগঞ্জসহ সারাদেশের অসংখ্য দর্শনার্থীর আগ্রহের কেন্দ্রবিন্দু।
উল্লেখ্য, ২০২২ সালের ৪৯তম আয়োজনে ‘অনুরক্তি’ শিরোনামে নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের উদ্যোগে দেশ-বিদেশের ধর্মীয় সংস্কৃতি, আচার এবং ভক্তিনির্ভর আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে নতুন মাত্রা পায় এই আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন, এ বছরের শিল্পকর্ম প্রদর্শনীতে সকল শ্রেণির মানুষকে আমন্ত্রণ জানানো হচ্ছে- শিল্প, সংস্কৃতি ও ভক্তির অনুরণনে শ্যামা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের এই বিশেষ আয়োজনে অংশ নিতে।