র্যালি দিয়ে জামায়াতকে সিগন্যাল দিতে চায় সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ৭ নভেম্বর র্যালি দিয়ে জামায়াতকে সিগন্যাল দিতে হবে যে, জনগণ আমাদের পাশে আছে এবং আমরা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছি।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের হোসিয়ারি সমিতি প্রাঙ্গণে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিকে সফল করতে মহানগর বিএনপির আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। র্যালিতে সাংগঠনিক ব্যানার ছাড়া অন্য কোন প্রার্থীর ব্যানার না আনার আহ্বান করেন তিনি।
সাখায়াত হোসেন খান বলেন, আমাদের অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কারণ আমরা কিন্তু এখনও ক্ষমতায় নেই। আমাদের সব কথা সবাই শুনবে এবং রাখবে এমনটাও না। সুতরাং আমাদের যে দুঃখ, সেই দুঃখ যেন সবাই ভাগাভাগি করে নেই। আমাদের সকলে যেন ঐক্যবদ্ধভাবে এই দলকে নেতৃত্ব দিতে পারি।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে শুধু বিএনপির বিরুদ্ধে। বিএনপি ও তারেক রহমান যেন ক্ষমতায় আসতে না পরে সে বিষয়ে ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াব আমরা। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে সুবিধাভোগী ও ষড়যন্ত্রকারীরাই লাভবান হবে। সুতরাং দল ক্ষমতায় আসা পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এরপরও ঐক্যবদ্ধ থাকব। আমাদের সকলকে ধৈর্য ধারণ করতে হবে, যাতে দলের বদনাম না হয়। এমন কোন কাজে সম্পৃক্ত হবেন না, যার কারণে আগামী নির্বাচনে ধানের শীষ ও বিএনপি ক্ষতিগ্রস্ত হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক বলেন, আমরা কোন দলীয় প্রোগ্রামের মধ্যে ব্যক্তি প্রচার-প্রচারণা চালাইনি, আমার সদস্য সচিবও চালায়নি। সুতরাং আগামীতে যে অনুষ্ঠানগুলো হবে আমরা আমাদের ব্যক্তিগত কোন প্রচারণা চালাবো না। নমিনেশন এটি দলের ব্যাপার। দল যাকে ভালো মনে করবে তাকেই দিবে। এখানে অনেকেই আছি যারা আমরা নমিনেশন চাই।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাসুদ রানা, অ্যাড. এইচএম আনোয়ার প্রধান, বরকত উল্লাহ, ফারুক হোসেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ্ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন রিপন, শেখ সেলিম, নাজমুল হক, চঞ্চল মাহমুদ, মহিউদ্দিন শিশির, ইকবাল হোসেন, নাসির উল্লাহ টিপু, শাহাদুল্লাহ মুকুল, সাইফুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, সোহেল খান বাবু, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।





































