শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা ও দোয়া
ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৭টায় ফেডারেশনের জেলা কার্যালয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন।
সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবদুল মান্নান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আজীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা মজলিসের শুরা সদস্য ও কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াতে ইসলামী আপোষহীন। এর প্রমাণ ঐতিহাসিক ২৮ অক্টোবর, যেদিন ইসলামী আন্দোলন ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় অসংখ্য কর্মী শহীদের মর্যাদা অর্জন করেছেন। তাদের ত্যাগ শুধু জামায়াতের নয়, পুরো জাতির জন্য প্রেরণার উৎস।”
তিনি বলেন, “সেদিন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট দেশের স্বাধীনতা ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। তাদের লক্ষ্য ছিল ইসলামী নেতৃত্বকে নির্মূল করা। কিন্তু জামায়াতের ত্যাগ ও দৃঢ় অবস্থানের কারণে তাদের সে পরিকল্পনা ব্যর্থ হয়।”
তিনি আরও বলেন, “আজকের জুলাই বিপ্লব সেই ত্যাগেরই ফসল। দেশের মানুষ জানে, কারা এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারে।”
সভাপতির বক্তব্যে আবদুল মান্নান বলেন, “বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের অবদান অতুলনীয়। ২৮ অক্টোবর শহীদ হাবিবুর রহমান ও রুহুল আমিনের আত্মত্যাগ শ্রমিক সমাজের গৌরবময় ইতিহাসের অংশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, ফতুল্লা দক্ষিণ থানা সভাপতি আজিজ উদ্দিন বাবুল, ওয়ার্ড সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
সভা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।





































