০১ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৯, ৩১ অক্টোবর ২০২৫

এনসিপি নেতা আল আমিনের উদ্যোগে কুতুবপুরে মশক নিধন কর্মসূচি

এনসিপি নেতা আল আমিনের উদ্যোগে কুতুবপুরে মশক নিধন কর্মসূচি

নারায়ণগঞ্জের সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন ও জেলা সদস্য জোবায়ের হোসেন তামজিদের নেতৃত্বে মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মশার ঔষধ প্রয়োগ করা হয়।

এনসিপির নেতাকর্মীরা জানান, চারদিকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মশক নিধন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু কুতুবপুর সিটি করপোরেশনের আওতায় না থাকায় এখানে এই ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হয় না। পুরো এলাকা শহরের মতো ঘনবসতি হওয়ার কারণে নাগরিকরা মশার উপদ্রবে দিন দিন সমস্যায় পড়ছে।

এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে এসেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। তার নির্দেশনায় একাধিক ফগার মেশিন দিয়ে মশক নিধন এবং লার্ভিসাইড স্প্রে করে মশার লার্ভা নির্মূলে কাজ করা হয়েছে।

জেলা এনসিপির সদস্য জোবায়ের হোসেন তামজিদের নেতৃত্বে ও সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী রকিবুল হাসান রাহাতের তত্বাবধানে এই কর্মসূচিতে এনসিপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়