‘ক্ষমতার চেয়ার এক্সচেঞ্জের জন্য ছাত্র-জনতা রক্ত দেয় নাই’
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, গতানুগতিক সরকারের পরিবর্তনের জন্য জুলাই-আগস্ট আন্দোলন সংঘটিত হয়নি। ক্ষমতার চেয়ার এক্সচেঞ্জের জন্য ছাত্র-জনতা রক্ত দেয় নাই। ২৪-এর গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রসংস্কার ও ফ্যাসিস্ট স্বৈরাচারের চির বিদায় নিশ্চিত করা। তিনি বলেন, “যদি বর্তমান সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়, তাহলে ২৪-এর গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করা হবে।”
শুক্রবার (৩১ অক্টোবর) বিকাল ৩টায় বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়ন কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মুফতি মাসুম এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাগাছিয়া ইউনিয়ন সভাপতি হাজী মুহা. জাকির হোসেন বিপ্লব। প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম। এছাড়া নগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক যোবায়ের হোসেন, বন্দর থানা সেক্রেটারি মুহা. মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মাওলানা দ্বীন ইসলাম বলেন, “গত ৫ বছরের পতিত ফ্যাসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে। পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পাঁয়তারা চালাচ্ছে। তাই রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুফতি মাসুম বিল্লাহ নারায়ণগঞ্জ-৫ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগের মাধ্যমে সাধারণ জনগণের সাথে সরাসরি মতবিনিময় করেন।





































