০১ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৭, ৩১ অক্টোবর ২০২৫

বন্দরের শান্তিনগরে মাদকবিরোধী সভা

বন্দরের শান্তিনগরে মাদকবিরোধী সভা

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিরোধী একটি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ শান্তিনগর এলাকায় স্থানীয় দুটি সামাজিক সংগঠনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মাদক নির্মূল শুধুমাত্র পুলিশের দায়িত্ব নয়, সামাজিকভাবে সক্রিয় হয়ে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন, “সবার আগে খেয়াল রাখতে হবে যাতে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কারণে আন্দোলনে বিভ্রান্তি না সৃষ্টি হয়। প্রয়োজনে জীবন দিতে হবে, তবু মাদক নির্মূল করবো। মাদকের সঙ্গে কোনো আপোস হবে না, এদের শিকড় সমূলে উৎপাটন করতে হবে।”

শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী কফিলউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বন্দর থানা প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু, বন্দর থানার সাব-ইন্সপেক্টর শহীদুল ইসলাম, শান্তিনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সেলিম মাদবর, সহ-সভাপতি হাজী মোশাররফ হোসেন, গাউছুল আযম জামে মসজিদ কমিটির সহ-সভাপতি হাজী বাহাউদ্দিন এবং বাইতুল মামুর জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিন।

সভা সমাজ সেবক মহিউদ্দিন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বন্দর থানার সাব-ইন্সপেক্টর ফারুক হোসেন, গাউছুল আযম জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ মুহাম্মদ জুয়েল, শাহাদাত হোসেন, সদস্য মুহাম্মদ জাবেদ, সমাজ সেবক আব্বাসউদ্দীন হাওলাদার, আব্দুল করিম, মুহাম্মদ নাসিরউদ্দীন, আনোয়ার হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়