জামায়াতের উদ্যোগে ১২-১৩নং ওয়ার্ডের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ
 
						
									নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নাসিক ১২ ও ১৩নং ওয়ার্ডের শতাধিক পোলিং এজেন্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) শহরের মাসদাইর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী এইচ এম নাসির উদ্দিন।
তিনি বলেন, “ভোট একটি পবিত্র আমানত। এটি কখনোই খেয়ানত হতে দেওয়া যাবে না। দেশের মানুষ এবার জাগ্রত হয়েছে, সন্ত্রাস ও দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা আমাদের নৈতিক দায়িত্ব সঠিকভাবে পালন করবো, ইনশাআল্লাহ।”
প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ পূর্ব থানার আমীর মুহাম্মদ হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারী হাফেজ কামরুল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমাদ, পূর্ব থানার সহকারী সেক্রেটারী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় অংশ নেওয়া পোলিং এজেন্টরা ভোট পরিচালনার দায়িত্ব পালনের প্রস্তুতি ও নৈতিক কর্তব্য সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ লাভ করেন।
 
							




































