জুলুম-নির্যাতনকে জামায়াত ইসলামী ভয় পায় না: মাওলানা জব্বার
 
						
									নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি প্রার্থী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার বলেছেন, “বিগত দিনে স্বৈরাচারী সরকারের জুলুম-নির্যাতন, শহীদ নেতা-কর্মীদের রক্তের বিনিময়ে জামায়াতে ইসলামী যে ত্যাগ স্বীকার করেছে, তাতে আমরা প্রমাণ করেছি, কোনো স্বৈরাচারের রক্তচক্ষুতে আমরা ভয় পাই না। জুলুম-নির্যাতনকে জামায়াত ইসলামী ভয় পায় না।”
শুক্রবার (৩১ অক্টোবর) বাদ আসর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের গোগনগর ইউনিয়নের সুকুমপট্টি এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, “জামায়াতে ইসলামী মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং আগামীতেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করবে। সমাজ পরিবর্তনের একমাত্র পথ হলো আল্লাহর কুরআনের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা।”
গণসংযোগে শতাধিক জামায়াত নেতা-কর্মী অংশ নেন। মহানগর কর্মপরিষদ সদস্য সাইফুদ্দিন মনিরের নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান, থানা সেক্রেটারি আলী আহমাদ, গোগনগর ইউনিয়ন সভাপতি আক্তার হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা।
এসময় “দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন” স্লোগানে এলাকা মুখরিত হয়ে ওঠে এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
 
							




































