নাসিক ১৮নং ওয়ার্ডে জামায়াতের কার্যালয় উদ্বোধন
 
						
									নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ডে জামায়াতের নতুন ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব নলুয়া পাড়া এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
মাওলানা আবদুল জব্বার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে, মানুষের কল্যাণে কাজ করার জন্য। আমাদের নেতৃবৃন্দ কোনো রক্তচক্ষুর ভয় পায় না। দেশের মানুষ আর কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ীকে ক্ষমতায় দেখতে চায় না।”
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, “বিগত সময়ে স্বৈরাচারী সরকার আমাদের ওপর যে ধরনের নির্যাতন চালিয়েছে, তা ইতিহাসে বিরল। এই কার্যালয় থেকে কুরআন তেলোয়াত ও মানুষের কল্যাণে কাজ করা হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিনের নেতৃত্বে মহানগরী কর্ম পরিষদ সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির, দক্ষিণ থানা আমীর খলিলুর রহমান টিটু, সেক্রেটারি আলী আহমেদ, গোগনগর ইউনিয়নের জামায়াত সভাপতি আক্তার হোসাইন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
							




































