২৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৫, ২৮ অক্টোবর ২০২৫

গণজোয়ার দেখছি, এখন ঘরে ঘরে যাওয়ার সময়: মাসুদুজ্জামান

গণজোয়ার দেখছি, এখন ঘরে ঘরে যাওয়ার সময়: মাসুদুজ্জামান

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “আমরা যেখানেই যাচ্ছি গণজোয়ার দেখতে পাচ্ছি। এখন আমাদের কাজ হলো ঘরে ঘরে যাওয়া, ধানের শীষের পক্ষে ভোট চাওয়া এবং নির্বাচনের প্রস্তুতি নেওয়া। সবাইকে দলের হয়ে মাঠে নামতে হবে।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বিতরণ ও গণসংযোগ কর্মসূচির প্রাক্কালে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের শহীদ নগরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই দেশ গঠন হবে ৩১ দফার ভিত্তিতে। আমরা সেই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি— হাট-বাজারে, দোকানে, মসজিদ-মন্দির-মাদরাসায়। এটা এক ধরনের ইশতেহার, যার ওপর ভিত্তি করে আমরা আগামীর স্বপ্নের বাংলাদেশ গঠন করতে চাই।”

মাসুদুজ্জামান মাসুদ বলেন, “নারায়ণগঞ্জের ১৮ নম্বর ওয়ার্ডে অনেক সমস্যা রয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো। আমি আপনাদেরই সন্তান, আপনারা আমার পাশে থাকবেন— ছেড়ে যাবেন না।”

তিনি বলেন, “নারায়ণগঞ্জ একটি সম্প্রীতির শহর, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এখানে একসাথে বাস করি। তবে সবচেয়ে বড় সমস্যা মাদক। মাদকের ছোবল এখন সর্বত্র। কিশোর গ্যাংয়ের সমস্যা আছে, যাদেরকে কিছু অসাধু ব্যক্তি ব্যবহার করেছে। আমরা সেই সংস্কৃতিকে ধিক্কার জানাই। এই তরুণদের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। বিএনপি চায় মানসম্মত শিক্ষা— শুধু মেধাস্থান নয়, আমরা চাই গুণগত শিক্ষা।”

তিনি আরও বলেন, “গত এক বছরে যেমন ষড়যন্ত্র হয়েছে, আগামী দিনেও হবে। সবাই ষড়যন্ত্র মোকাবিলায় সজাগ থাকবেন। জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করুন, যাতে আগামীতে সরকার গঠন করতে পারে। আমাদের নেতা বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন।”

দলের অভ্যন্তরীণ ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ভাই, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ভাই আমাদের নেতা। যাঁরা মনোনয়ন চাইছেন, সবারই যোগ্যতা আছে। যোগ্যতায় কারও ঘাটতি নেই। আপনারা আমাদের সবাইকে এক টেবিলে আনুন, চায়ের দাওয়াত দিন। আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দলের জন্য কাজ করতে চাই। আমাদের কোনো বিভেদ নেই— আমরা এক ছাতার নিচে, ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, “গতকাল গুলশান কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় আমাদের নেতা তারেক রহমান বলেন—‘গত ১৭ বছরে আমরা এ ধরনের সভা করতে পারিনি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে দেশি-বিদেশি চক্রান্ত মোকাবিলা করার।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে চক্রান্তকারী মহল সক্রিয় রয়েছে, তাই দল ও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।’”

মাসুদুজ্জামান যোগ করেন, “তারেক রহমান সভায় দলের নেত্রী বেগম খালেদা জিয়ার অসীম ত্যাগ ও ধৈর্যের কথা তুলে ধরেন। তিনি অশ্রুসিক্ত হয়ে বলেন, ‘আমরা বারবার বলেছি, বিশ্রাম নিন—কিন্তু তিনি জনগণকে ছেড়ে যাননি।’ তাই আমি আপনাদের বলব—বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর খান সেন্টু ও মো. আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা এবং কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য হাজী ফারুক হোসেন, মনোয়ার হোসেন শোখন ও মো. আলমগীর হোসেন, পাশাপাশি দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়