“দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সততার বিকল্প নেই”
নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার সিন্ডিকেট রোধে ‘বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের কার্যাবলী বিষয়ে অবগতিকরণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিযোগিতা কমিশন ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার। তিনি বলেন, “আমরা একটি নিয়ন্ত্রক সংস্থা, যার দায়িত্ব হলো কেউ যেন যোগসাজশ করে পণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করতে না পারে। বাজারে স্বাভাবিক প্রতিযোগিতা বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। সৎ ও নিরপেক্ষ ব্যবসায়ীদের আমরা উৎসাহিত ও প্রচার করতে চাই। কিন্তু কেউ যদি নিজের স্বার্থে অবৈধভাবে পণ্যের দাম বাড়ায় বা বাজারে সিন্ডিকেট গড়ে তোলে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আমরা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাই এবং তা তদন্তও করছি। তবে ভালো ব্যবসায়ীদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের সমাজে অধিকাংশ ব্যবসায়ী সৎ, কেবল অল্প কয়েকজন অপরাধ করে, আর শাস্তি হবে তাদেরই।”
ড. আখতারুজ্জামান বলেন, “কেউ কোনো সিন্ডিকেট করতে পারবে না। একজন ব্যক্তি বা গোষ্ঠী যেন বাজার নিয়ন্ত্রণ করতে না পারে, সে জন্য প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে হবে। কমিশনের কাজ হচ্ছে টেকসই ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করা।”
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক (উপসচিব) মোহাম্মদ ইকতিদার আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকারসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।





































