১৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৩৭, ১৯ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ‘পিরিয়ড বিষয়ক’ ক্যাম্পেইন

নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে ‘পিরিয়ড বিষয়ক’ ক্যাম্পেইন

প্রথম আলোর পাঠক সংগঠন বন্ধুসভা নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ‘পিরিয়ড বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকালে কাশিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় পিরিয়ড বিষক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন শেষে ১২০ জন শিক্ষার্থীর মধ্যে স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।

প্রথম আলো বন্ধুসভার নারায়ণগঞ্জ জেলা সভাপতি নয়ন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৌন লাকির সঞ্চালনায় এ সময় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আফসানা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন বন্ধুসভার সহসভাপতি জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ম সম্পাদক অর্পিতা হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সুমাইয়া নূর, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ইমরাজ নাজির, সদস্য সাদিয়া আক্তার প্রমুখ।

আয়োজকরা জানান, প্রতিবছর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্ধুসভার পক্ষ থেকে “একটি ভালো কাজ” কর্মসূচির আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে এ বছর ‘পিরিয়ড: লজ্জা নয় জানার বিষয়’ শীর্ষক এই সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

এ সময় শিক্ষার্থীরা পিরিয়ড বিষয়ে সমাজে প্রচলিত বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে এবং আলোচকরা তার উত্তর দিয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করেন।

শিক্ষার্থীরা জানান, এ আলোচনার মধ্য দিয়ে তাদের মধ্যে থাকা অনেক কুসংস্কার দূর হয়েছে। একই সাথে পিরিয়ডের সময়ে তারা আরও সচেতন থাকা ও কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে সে বিষয়েও জানতে পেরেছেন।

সর্বশেষ

জনপ্রিয়