১৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৭, ১৬ অক্টোবর ২০২৫

ফটো সাংবাদিক শিপন আহমেদের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের শোক

ফটো সাংবাদিক শিপন আহমেদের মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের শোক

দৈনিক খবরের পাতা পত্রিকার ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য শিপন আহমেদের অকাল মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ কবির হোসেন ও সাধারণ সম্পাদক এস এম আমীর হোসেন স্বাক্ষরিত শোকবার্তায় প্রয়াতের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় উল্লেখ করা হয়, সাংবাদিকতার কর্মময় জীবনে শিপন আহমেদ ছিলেন একজন মিশুক, নিরহংকারী, সৎ, সাহসী ও বন্ধুবৎসল স্বভাবের মানুষ। পেশাগত জীবনে তিনি ছিলেন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। তাঁর অকাল মৃত্যুতে নারায়ণগঞ্জের গণমাধ্যম অঙ্গন এক বিশিষ্ট পেশাদারকে হারিয়েছে। এই অপূরণীয় শূন্যতা সাংবাদিক সমাজের জন্য বড় ক্ষতি হিসেবে বিবেচিত হবে।

সর্বশেষ

জনপ্রিয়