২৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫২, ২৮ অক্টোবর ২০২৫

ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে: গিয়াসউদ্দিন

ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে: গিয়াসউদ্দিন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্প্রসারণের ক্ষেত্রে ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, “যেকোনো মূল্যে আমি ফতুল্লা থানাকে সিটি কর্পোরেশন করে ছাড়বো, আপনারা শুধু আমাকে সমর্থন করে যাবেন।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গিয়াসউদ্দিন বলেন, “ফতুল্লা থানাকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার লক্ষ্যে আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এমনকি নারায়ণগঞ্জ প্রশাসনকেও চিঠি দিয়েছি। ইউনিয়ন পরিষদের দ্বারা কখনোই থানা বা এলাকার উন্নয়ন করা সম্ভব হবে না। বিগত সময়ে চেয়ারম্যান-মেম্বাররা ফতুল্লাকে পৌরসভা করতে দেয় নাই, এখনও যে তারা ফতুল্লাকে সিটি কর্পোরেশন করতে দিবে তা আমি বিশ্বাস করি না।”

বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বর্তমান চেয়ারম্যান ও মেম্বারদের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে যে কলঙ্কিত নির্বাচন হয়েছিল, সেই দোসররাই এখনও ক্ষমতায় বসে আছে। তারা নিজেদের উদরপূর্তি করতে জনগণের কথা ভাবেন না। জনগণের অধিকার রক্ষায় তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করতে হবে।”

তিনি আরও বলেন, “চেয়ারম্যান এবং মেম্বারদের দেয়া অনুদানের কতটা জনগণের জন্য ব্যয় হচ্ছে এবং কতটা নিজেদের পকেটে যাচ্ছে, তা নিয়েও সংশয় রয়েছে। তাই ফতুল্লা থানাধীন সমস্ত এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের আওতায় আনা অত্যন্ত জরুরি।”

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলীম উদ্দিন খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কবির প্রধান, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী বিল্লাল হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কৃষক দল নেতা নাছির প্রধান, কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলাল ভূঁইয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়