রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) উপজেলা যুবদলের উদ্যোগে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী ঈদগাহ মাঠে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পাঁচ শতাধিক রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব ভূইয়া, আহ্বায়ক কমিটির সদস্য মিরাজ হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান রকি, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক পলাশ, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসেরসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, “যুবদল সবসময় জনকল্যাণমূলক কর্মকা-ে বিশ্বাসী। জনগণের পাশে থেকে সেবা দেওয়া আমাদের রাজনৈতিক অঙ্গীকারের অংশ।”





































