২৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৪, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৫৬, ২৮ অক্টোবর ২০২৫

ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বিজয়ী হতে হবে: সাখাওয়াত

ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে বিজয়ী হতে হবে: সাখাওয়াত

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকটে সাখাওয়াত হোসেন খান বলেছেন, “নির্বাচন নিয়ে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র ওই সময়ই সফল হবে যদি আমাদের মধ্যে ঐক্য না থাকে। সুতরাং ষড়যন্ত্রের সকল বেড়াজাল ছিন্ন করে আমদের আগামী নির্বাচনে বিজয়ী হতে হবে। বন্দর নারায়ণগঞ্জর একটি গুরুত্বপূর্ণ শহর। এখানকার মানুষ শান্তিপ্রিয়। তাদের গত ১৬ বছর আওয়ামী ফ্যাসিস্টরা নির্যাতন করেছে। শামীম, সেলিম ওসমানরা এই এলাকার মানুষের উপর বিভিন্নভাবে অবিচার করেছে। গত ১৫ বছর কেউ ভোট দিতে পারেনি। আমরা তাদের মতো হতে চাই না। আমরা বন্দরে শান্তি প্রতিষ্ঠিত করতে চাই।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বন্দরে নাসিক ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির কর্মী সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, “কোনো চাঁদাবাজিকে প্রশ্রয় দিতে চাই না। কোনো দখলদার, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজকে প্রশ্রয় দিতে চাই না। আমরা মিলে মিশে বন্দরকে একটি সুন্দর শহরে পরিণত করতে চাই। বিএনপির সময়ে নারায়ণগঞ্জের উন্নয়ন আরও সাধিত হবে। মদনগঞ্জের গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাটের সমস্যা থেকে শুরু করে সকল সমস্যার সমাধান করা হবে। মদনগঞ্জে আমার পরিবারের ধান-চালের আড়ত ছিল। মদনগঞ্জের অনেক ইতিহাস রয়েছে। মদনগঞ্জ এক সময় নারায়ণগঞ্জের একটি সমৃদ্ধ বন্দর, ব্যবসায়ীক এলাকা ছিল। আমরা বন্দর-মদনগঞ্জকে আবার ব্যবসায়ী অঞ্চলে পরিণত করতে চাই। এমনটা হলে বন্দরবাসীর কর্মস্থান হবে, সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কোনো মাদকসেবীকে দলে স্থান দেবো না। সমাজ থেকে মাদকসহ সকল অপকর্ম দূর করবো ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমানের দেশবাসীর প্রতি আহ্বান, আগামী নির্বাচনে বিএনপি, ধানের শীষের পক্ষ থেকে ধানের শীষকে বিজয়ী করবেন।”

নাসিক ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিনের সঞ্চালনায় এ সময় আর উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মো. মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়