২৮ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৬, ২৮ অক্টোবর ২০২৫

খোরশেদের শোকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন

খোরশেদের শোকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন

মহান রাব্বুল আল-আমিনের দরবারে শোকরিয়া আদায় করেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি, মহানগর বিএনপির সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

রোববার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

খোরশেদ বলেন, “মনোনয়ন পাওয়া বা না পাওয়া সবই মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের উপর নির্ভরশীল। তবে বিএনপির মতো বৃহৎ দলে নারায়ণগঞ্জ সদর আসনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া এবং ২০২৬ সালে অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের জন্য আমাকে প্রার্থী হিসেবে বিবেচনা করায় আমি মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “মনোনয়ন বা পদ-পদবী পাই বা না পাই, দলের জন্য এবং নারায়ণগঞ্জের সাধারণ মানুষের জন্য আমৃত্যু কাজ করে যাব- ইনশাআল্লাহ।”

সর্বশেষ

জনপ্রিয়