‘কথন’র তৃতীয় সংখ্যা উন্মোচন ও এক বছর পূর্তি উদযাপন

সাহিত্য পত্রিকা ‘কথন’র তৃতীয় সংখ্যার আত্মপ্রকাশ ও এক বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাদিয়া সুলতানা জুথী ও শ্রীকান্ত, এবং সভাপতিত্ব করেন কথনের সভাপতি দীপা নাগ তন্দ্রা। এসময় উপস্থিত ছিলেন কথনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সম্পাদকম-লী, লেখক-লেখিকা, পাঠক, অভিভাবক ও শুভানুধ্যায়ী।
আলোচনা পর্বে বক্তারা বলেন, “কথন সাহিত্যচর্চার পাশাপাশি সমাজবোধসম্পন্ন লেখালেখির এক অনন্য উদ্যোগ। এর ধারাবাহিকতা আগামী দিনে আরও বিস্তৃত হোক।”
পত্রিকার তৃতীয় সংখ্যা উৎসর্গ করা হয়েছে শিক্ষা, সংস্কৃতি ও জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি। নতুন সংখ্যায় নবীন ও প্রবীণ লেখকদের লেখা স্থান পেয়েছে, যেখানে উঠে এসেছে সময়ের প্রতিধ্বনি ও জীবনের বহুমাত্রিক রূপ।
অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও ‘কথন’র এক বছরের পথচলার স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় পত্রিকার নতুন সংখ্যা।
শুরু থেকেই ‘কথন’ পাঠকদের কাছে একটি ভিন্নমাত্রার সাহিত্যচর্চার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। অনুষ্ঠানের শেষাংশে আয়োজকরা ভবিষ্যতেও এই সাহিত্য-অভিযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।