২৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৭, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৪০, ২৮ অক্টোবর ২০২৫

প্রার্থী যেই হোক, ধানের শীষে ভোট চাই: খোরশেদ

প্রার্থী যেই হোক, ধানের শীষে ভোট চাই: খোরশেদ

“প্রার্থী যেই হোক, ধানের শীষে ভোট চাই; বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চাই।” এই স্লোগান নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ ও ২৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারণা করেছেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা থেকে ২৫ নং ওয়ার্ডের উত্তর লক্ষণখোলা থেকে শুরু করে নবীগঞ্জ খেয়াঘাট পর্যন্ত তিনি গণসংযোগ সম্পন্ন করেন। পথসভা ও গণসংযোগে বিভন্ন দোকানপাঠ, মসজিদে উপস্থিত মুসল্লি ও তরুণ ভোটারদের হাতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা ব্যাখ্যা করে লিফলেট বিতরণ করা হয়।

খোরশেদ বলেন, “আমাদের দল বড়, দলে অনেক যোগ্য ব্যক্তি সম্ভাব্য প্রার্থী হিসেবে আছেন। প্রার্থী যারাই হোন, ধানের শীষ প্রতীক যে যার হাতে থাকবে তাকে মূল্যবান ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন। যারা এখানে বাস করেন কিন্তু ভোটার হিসেবে গ্রামে নিবন্ধিত- তরাও গ্রামে গিয়ে ধানের শীষ প্রতীককে ভোট দেবেন।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতা চায় না; বিএনপি চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জনগণের সেবা করতে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন- সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি দেশ চাই যেখানে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গুম-খুন বা স্বৈরাচারী নজির থাকবে না। যদি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে, তাহলে নির্যাতন-গুম বন্ধ হবে- এই নিশ্চয়তা আমরা দিতে পারি।”

খোরশেদ গণসংযোগকালে দলের মনোনয়নপ্রক্রিয়া নিয়ে সতর্কতা ও ঐক্যবোধের উপর গুরুত্ব দেন এবং বলেন, “মনোনয়ন প্রতিটি কর্মীর জন্য বড় অর্জন; প্রতিযোগিতা থাকলেও দলের মধ্যে বিভেদ নেই। দলের যে প্রার্থীই হোক- তার পাশে সবাই দাঁড়াবে।”

তিনি ভবিষ্যৎ নির্বাচনকে ঘিরে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকতেও জনগণকে আহ্বান জানান।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, মুছা মিয়া, মো. মিঠু, বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, মনির হোসেনসহ ২৪ ও ২৫ নং ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়