১৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৫, ১৬ অক্টোবর ২০২৫

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে মানব কল্যাণ পরিষদের র‌্যালি

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে মানব কল্যাণ পরিষদের র‌্যালি

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে চাষাড়ায় মানব কল্যাণ পরিষদের উদ্যোগে এ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। নারী উদ্যোক্তা ও বিউটি এক্সপার্ট ইফফাত আরা সাকিয়ার উপস্থাপনায় র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম. এ. মান্নান ভূঁইয়া।

সভায় এম. এ. মান্নান ভূঁইয়া বলেন, “গ্রামীণ নারীরা কেবল পরিবার নয়, সমাজ ও দেশের উন্নয়নেরও চালিকা শক্তি। আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের মূল উদ্দেশ্য হলো খাদ্য উৎপাদন, পরিবেশ সংরক্ষণ ও টেকসই কৃষিতে গ্রামীণ নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তাদের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা।”

তিনি আরও বলেন, “বর্তমানে নারীদের নিয়ে সামাজিক ও মানবিক কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সমাজে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে যারা পরিবেশ নষ্ট করছে, প্রশাসনের উচিত তাদের দ্রুত আইনের আওতায় আনা।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা ও মেকআপ আর্টিস্ট আফসানা অন্নি, স্কুলশিক্ষিকা দিনাত জাহান, স্বেচ্ছাসেবক সদস্য শিউলী বেগম, প্রশিক্ষণার্থী রোকসানা আক্তার কলি, নাজমা আক্তার, ইসরাত জাহান মুনা, লিজা বেগম, রেশমি আক্তার, জান্নাত আরা মুনমুন, হুমায়রা আক্তার, নুসরাত জাহান নিরা, সোহানা আক্তার, উম্মে সুফিয়া হ্যাপী, নুসরাত হোসেন নিশু, তানজিলা আক্তার মিতা, চায়না আক্তার ও নুসরাত জাহান সাদিয়াসহ অন্যান্য প্রশিক্ষণার্থী ও সদস্যবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়