২৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৯, ২৮ অক্টোবর ২০২৫

লগি-বৈঠা হামলার বিচার দাবিতে রূপগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

লগি-বৈঠা হামলার বিচার দাবিতে রূপগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার বর্বরোচিত হামলা ও নির্বিচারে গুলি বর্ষণে জড়িতদের বিচার দাবি এবং শহীদদের স্মরণে রূপগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলার মুড়াপাড়া মঙ্গলখালী এলাকায় জামায়াতে ইসলামী রূপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মঙ্গলখালী বেবি স্ট্যান্ড এলাকায় সমাবেশে পরিণত হয়।

উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আলী খান বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদদের বিচারের দাবিতে মামলা করা হলেও তা পরবর্তীতে খারিজ করে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময়কাল ছিল বাংলাদেশে নির্যাতনের যুগ। জামায়াত-শিবির নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে, সাজানো মামলায় কেন্দ্রীয় নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। এখন সময় এসেছে প্রতিটি নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করার।”

তিনি আরও বলেন, “২৮ অক্টোবর হামলার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। সকল হত্যার ন্যায্য বিচার একদিন নিশ্চিত হবেই।”

পরে ২৮ অক্টোবরসহ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ জামায়াত-শিবির নেতাকর্মী ও সাধারণ জনগণের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মুফতি মো. জাহাঙ্গীর আলম, জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা, মাওলানা ফারুক আহমাদ, আব্দুল মজিদ, খায়রুল ইসলাম, আনিসুর রহমান ও মোহাম্মদ হানিফ ভূঁইয়া প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়