বিদ্যানিকেতনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন ট্রাস্টের উদ্যোগে গরিব ও দুস্থ চক্ষুরোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে প্রায় ৪০০ জন রোগীকে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়, পাশাপাশি ৫২ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে বিদ্যানিকেতন হাই স্কুল প্রাঙ্গণে বিদ্যানিকেতন ট্রাস্টের অর্থায়নে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটি ও লিও ক্লাব অব নারায়ণগঞ্জ সিটির সহযোগিতায় এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়।
চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ২-এর জেলা গভর্নর লায়ন শংকর রায় মনা, ভাইস জেলা গভর্নর লায়ন ইমরান ফারুক মঈন রানা, জেলা কেবিনেট সেক্রেটারি সঞ্জয় কুমার সাহা, রিজিওন চেয়ারপারসন লায়ন দেবদাস সাহা, বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, ট্রাস্ট সদস্য অ্যাডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল, হোসেন ব্যাপারী এবং বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
ছাড়াও লায়ন্স ও লিও ক্লাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা শিবিরে আশপাশের এলাকার প্রায় ৪০০ জন রোগীসহ বিদ্যানিকেতন হাই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের চোখের পরীক্ষা, ডায়াবেটিসসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
লায়ন ডা. শহীদুল আলম রাসেলের নেতৃত্বে নারায়ণগঞ্জ লায়ন্স আই হসপিটালের চিকিৎসক দল রোগীদের প্রাথমিকভাবে বাছাই করে ৫২ জন রোগীর চোখে বিনামূল্যে অপারেশন ও লেন্স স্থাপনের ব্যবস্থা গ্রহণ করে। অন্য রোগীদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।





































