৩১ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৫৯, ৩১ জানুয়ারি ২০২৬

শহিদ তিতুমীর একাডেমীর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

শহিদ তিতুমীর একাডেমীর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ

হালকা শীতের স্নিগ্ধ সকালে শনিবার (৩১ জানুয়ারি) ফতুল্লার কায়েমপুরে শহিদ তিতুমীর একাডেমি স্কুল প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় সংগীত, দেশাত্মবোধক গান, হাম ও নাত পরিবেশনের মধ্য দিয়ে দিনটি আরও রঙিন ও প্রাণবন্ত হয়ে উঠে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি, শিল্পপতি শফিউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, যিনি বলেন, “ভালো দেশ গড়তে হলে আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে চাইলে বইয়ের পড়ার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শহিদ তিতুমীর একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো ইসহাক খান, সহকারী শিক্ষক পলাশ রহমান, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, মনিরুজ্জামান শাহীন, রাসেল প্রধান প্রমুখ।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় দৌড়, লাফ ও দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়