তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সিদ্ধিরগঞ্জের হাবিবুল্লাহ মডেল হাই স্কুল ও হাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ডিএডি মাসউদুর রহমান, তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার (চিটাগাং রোড শাখা) ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মনির হোসেন হেলালী, হাবিবুল্লাহ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শফিউর রহমান খান (লিটন), তানযীমুল উম্মাহ মাদ্রাসা নারায়ণগঞ্জ শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল শোয়াইব হোসাইন এবং তানযীমুল উম্মাহ গার্লস মাদ্রাসা নারায়ণগঞ্জ শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাঞ্জুরুর রহমান। এছাড়া নারায়ণগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার শাখা প্রধান ও সহকারী প্রধানগণ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে পিটি-প্যারেড ও সম্মান সালাম, জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয়।
অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় ইসলামিক সংগীত ও তানযীমুল উম্মাহ’র থিম সং পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শক-শ্রোতাদের মাঝে বিশেষ আনন্দের সৃষ্টি করে।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে দৌড়, লাফসহ বিভিন্ন ব্যক্তিগত ও দলগত খেলায় অংশগ্রহণ করে। খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা ছিল লক্ষ্যণীয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মুহতারাম মাওলানা মোহাম্মদ কবির হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অভিভাবক-অভিভাবিকাম-লী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর নূর হোসাইন এবং এসি কো-অর্ডিনেটর হাফেজ মাহবুবুর রহমান।
সুশৃঙ্খল ও সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।





































