বিদ্যানিকেতনে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিদ্যানিকেতন হাই স্কুলে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। পরে পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, পরিচালনা পরিষদের সদস্য কামরুন নাহার কাকলীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বিদ্যানিকেতন হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মো. আমির হোসাইন।





































