১১ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৯, ১০ ডিসেম্বর ২০২৫

নবীনবরণে তোলারাম কলেজে শিক্ষাব্যবস্থার সংকট দূরীকরণের আহ্বান

নবীনবরণে তোলারাম কলেজে শিক্ষাব্যবস্থার সংকট দূরীকরণের আহ্বান

নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে অর্নাস ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের মিলনায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা উচ্চশিক্ষার নানা সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফতি আহাম্মেদ জিহাদ এবং পরিচালনা করেন তানভীর হাসান সাগর। আলোচনা পর্বে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী শংকর রায়, তোলারাম কলেজের সংগীত শিক্ষক মিনহাজ বাবু, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ এবং কেন্দ্রীয় অর্থ সম্পাদক সুলতানা আক্তার।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জে উচ্চশিক্ষার অন্যতম প্রধান প্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজ হলেও এখানে দীর্ঘদিন ধরে নানামুখী সংকট বিরাজ করছে। পর্যাপ্ত আবাসন ব্যবস্থা, নিরাপদ পরিবহন, সমৃদ্ধ লাইব্রেরি ও সেমিনার সুবিধার অভাব শিক্ষার্থীদের লেখাপড়ায় বড় বাধা সৃষ্টি করছে। এসব সংকট দূর করতে শিক্ষকদের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কার্যকর পদক্ষেপ জরুরি।

তারা আরও বলেন, তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে শিক্ষাব্যবস্থার চাপ কমবে এবং নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ পাবে। পাশাপাশি কলেজে ক্যান্টিন চালু করা এবং ডিগ্রি পাস কোর্সের জন্য আলাদা বিভাগ প্রতিষ্ঠার দাবিও জানান বক্তারা।

সভা শেষে তোলারাম কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন। এছাড়া তোলারাম কলেজের শিক্ষক মিনহাজ বাবুর টিম ব্যান্ড এবং ডার্ক ক্রিমসন ব্যান্ড পরিবেশনায় অংশ নেয়।

সর্বশেষ

জনপ্রিয়