একদিকে শিক্ষকদের আন্দোলন, অন্যদিকে চলছে পরীক্ষা
বিভিন্ন দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বার্ষিক পরীক্ষা বর্জনের ঘোষণা দিলেও নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলায় ৫৪৭টি বিদ্যালয়ে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।
গত সোমবার (১ ডিসেম্বর) পরীক্ষা শুরু হয়। তবে, সদর ও আড়াইহাজার উপজেলার বিদ্যালয়গুলোতে পরীক্ষা শুরু হয়েছে মঙ্গলবার থেকে।
সদর উপজেলার কয়েকটি স্কুলে সহকারী শিক্ষকরা জানান, “শুধু শিশুদের ভবিষ্যতের কথা ভেবে আমরা ইচ্ছার বিপরীতে পরীক্ষা নিচ্ছি, তবে আমাদের দাবি পূরণের পক্ষে আমরা আছি।”

৭৪ নম্বর কুতুব আইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুন বলেন, “সহকারী শিক্ষকরা তাদের দাবির পক্ষে থাকলেও ক্লাস ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।”
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম জানান, “গতকাল সোমবার বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জে সকাল ৯টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর ও আড়াইহাজার উপজেলায় পরীক্ষা হচ্ছে। এখন পর্যন্ত কোনো স্কুল থেকে অভিযোগ পাওয়া যায়নি।”
অবিভাবকরা উল্লেখ করছেন, “শিক্ষকদের কর্মবিরতি কিছুটা প্রভাব ফেলছে শিক্ষার্থীদের ওপর। তাই সরকার ও শিক্ষক উভয়পক্ষকে বিষয়টি বিবেচনা করা উচিত।”





































