২৭ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪০, ২৭ নভেম্বর ২০২৫

জিনিয়াস বৃত্তি পরীক্ষায় ৩৫৩ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জিনিয়াস বৃত্তি পরীক্ষায় ৩৫৩ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জিনিয়াস ফাউন্ডেশন নারায়ণগঞ্জ আয়োজিত জিনিয়াস বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশ করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে প্রায় ৫,৮০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেড মিলিয়ে মোট ৩৫৩ শিক্ষার্থী এবার বৃত্তি লাভ করেছে।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক হাফেজ মোঃ ইসমাইল হোসেন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। এসময় ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার কপি পরিচালকের হাতে তুলে দেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আরিফুল ইসলাম।

ফল প্রকাশ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিত হাসান।

পরিচালক মো. ইসমাইল হোসেন বলেন, “জিনিয়াস বৃত্তি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণে সাহায্য করবে এবং তাদের শেখার আগ্রহ আরও বৃদ্ধি করবে। পরীক্ষার আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানাই।”

সর্বশেষ

জনপ্রিয়